শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ (৪০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোশাররফ উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।
জানা যায়, অটোচালক মোশাররফ বুধবার (১৩ মার্চ) ইফতারের পর কাকরকান্দির পিঠাপুনি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা যখন তার মোবাইলে কল করেন, তখন তার সংযোগটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ