ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

আগুনে পুড়ল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১৩:৪৯ | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১৫:৫২

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহ তিন কৃষকের বসতঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপ‌জেলার সগুনা ইউনিয়নের মাক‌শোড়ন গ্রা‌মে এ আগুন লাগার ঘটনা‌ ঘ‌টে।

আগু‌নের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রা‌মের নাসির উদ্দিন (৪৫), সিরাজ আলী (৫০) ও মোজাম্মেল হক (৪৫)।

এ দি‌কে খবর পেয়ে রাতেই ক্ষতিগ্রস্তদের বাড়িতে গি‌য়ে নগদ অর্থ, চাল-ডাল, জামা-কাপড় ও শী‌তের কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেডের তিন‌টি বাড়িটিতে ৮টি কক্ষে স্বর্ণলংকার, ধান, সরিষা, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে। মিটার থে‌কে প্রথ‌মে এক‌টি ঘরে আগুন লেগে যায়। পরবর্তী‌তে ধী‌রে ধীরে আগুন ছড়িয়ে পড়ে তিন‌ বা‌ড়ি‌তে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

এ প্রস‌ঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রেজাউ‌ল ক‌রিম ব‌লেন, আমরা আগুনের খবর পওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ক‌রি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ