ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ট্রাকের পেছনে ট্রাকে ধাক্কা, হেলপার নিহত 

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১১:০৫

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে জাহিদ আলী (২৭) নামের এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

এক ট্রাকের চালক জুয়েল আলী বলেন, চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। আগ্রাণ এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। আমি নিয়ন্ত্রণ করতে না পারলে ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমার সহকারী জাহিদ আলী নিহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেকটি ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ