ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর 

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৪, ২১:৪৫

শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ১১ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) আনুমানিক ৬টায় উপজেলার নয়াবিল বাজারে নালিতাবাড়ী-নাকুগাও স্থলবন্দর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শুভ নয়াবিল গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে, আনুমানিক ৬টার দিকে কিরণ ট্রাভেলস নামের একটি বাস নালিতাবাড়ী থেকে বৈশাখী বাজারের দিকে যাচ্ছিল। ঠিক ওই সময় শুভ রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনা নিশ্চিত করেন জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ