লক্ষ্মীপুরের রামগঞ্জে অধিক মূল্যে খেজুর বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) দুপুরে রামগঞ্জ বাজারে এ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
জানা যায়, রামগঞ্জ বাজারের কাঁচা ও মাছ বাজার এলাকায় স্বপ্ন ষ্টোর ও জনতা ব্যাংক রোডে রশিদ পাটোয়ারীর মুদি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অধিক মূল্যে খেজুর বিক্রি করা দায়ে স্বপ্ন ষ্টোরকে ৪৫ হাজার টাকা এবং মূল্য তালিকায় পণ্যের মূল্য লেখা না থাকা রশিদ পাটোয়ারী দোকান মালিককে ৫ হাজার জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল জানান, এভাবে অভিযান অব্যাহত থাকবে। এরপরও ব্যবসায়ীরা সংযত না হলে, আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ