কুড়িগ্রামের উলিপুরে রাস্তার উভয় পাশে ফুটপাতে থাকা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বাজার মনিটরিং করেন।
বুধবার (১৩ মার্চ) বিকেলে পৌর শহরের পোষ্ট অফিস মোড় থেকে মধ্য বাজার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন খুচরা ও পাইকারী পণ্যের প্রায় শতাধিক দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল দোকানিরা। এ কারণে প্রায় সময় শহরে যানজট লেগেই থাকে। ফলে জনসাধারনকে দুর্ভোগে পড়তে হয়। রমজান মাসে রোজাদার মানুষের শহরের ভেতর চলাচল ও কেনাকাটার সুবিধার্থে এ উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং করেন প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান আতিক, শাহ আলম ও মশিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান বলেন, রাস্তার দুই পাশ দখল করে দোকান বসানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
এছাড়া দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ