মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গোয়ালঘর, ১টি রান্নাঘর ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া গোয়ালঘরে থাকা ২টি গরু ও ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দরিবিলা গ্রামের রহিম মণ্ডল ও তুষার মণ্ডলের গোয়ালঘরে আগুন ধরে। গোয়ালঘরে থাকা ২টি গরু ও ২টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের রান্নাঘরও পুড়ে যায়। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, মশায় কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার দেলোয়ার হোসেন জানান, সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসের টিমটি ফিরে যায়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ