ময়মনসিংহের গফরগাঁওয়ে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের গফরগাঁও উপজেলার দক্ষিণ পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ উপজেলার যশরা ইউনিয়নের খোঁদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
তিনি আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ থেকে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন বলে নিশ্চিত করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরশাদ আহমেদ আসাদ।
নিহতের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, আমরা একই কলেজে পড়াশোনা করি। সে টেস্ট পরীক্ষা দিয়ে দুপুর ১২টা নাগাদ কলেজ থেকে বের হয়। এরপর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ