নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ফার্নিচার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও প্রত্যেক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ফার্নিচার মার্কেটের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে একটি পাখি বসলে স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ লেপ-তোশকের দোকানের তুলায় পড়ে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের ফার্নিচারের মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ২টি লেপ তোষকের দোকান ও ৭টি কাঠের ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে মিলন ভূইয়া, কাউছার, ইয়াকুবসহ ৫ জন আহত হন। আহতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন, ফার্নিচার মার্কেটে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ফার্নিচার দোকানদারদের কয়েকজন মালিক ও শ্রমিক আহত হয়েছেন। তবে সঠিক তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ