ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

নিখোঁজের ৩ দিন পর মিলল যুবকের গলাকাটা মরদেহ

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৪, ১৭:৪৪

বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর মো. আজাদ (২১) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিম ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, সোমবার থেকে রাজমিস্ত্রি আজাদ নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা। এ বিষয়ে থানায় জিডিও করা হয়। বুধবার দুপুরে ছয়ঘরিয়া গ্রামের একটি প্রজেক্টের পেছনে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ