ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদেশি পিস্তলসহ ওয়াসিম আকরাম খান নামে এক অটোরিকশা ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, তিন ছিনতাইকারী নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে একটি অটোরিকশা ভাড়া নিয়ে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে এসে ছিনতাইয়ের চেষ্টা করলে চালক তোফায়েল বাঁধা দেয়। এসময় পিস্তল ঠেকিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় সময় চালকের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওয়াসিম আকরাম খান নামের ওই ছিনতাইকারীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ওয়াসিমের নামে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে ৮টি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ