ভোলার চরফ্যাসনে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩টি অবৈধ ইটভাটা। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মানায় যমুনা ব্রিকস, পদ্মা ব্রিকস ও তেঁতুলিয়া ব্রিকস নামের তিনটি ইটভাটাকে এক লাখ করে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মার্চ) পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সুলাতানা সালেহা সুমি।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।
পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, চরফ্যাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং চরফ্যাসন উপজেলাধীন দুলারহাট থানা পুলিশের সহায়তা নিয়ে যমুনা ব্রিকস, পদ্মা ব্রিকস ও তেঁতুলিয়া ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় ৩টি ভাটা ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় এবং এক
লাখ করে তিনটি ইটভাটাকে ৩ লাখ টাকা জড়িমানা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সুলাতানা সালেহা সুমি।তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ