জামালপুরের কেন্দুয়ায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মর্জিনা বেগম নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৩ মার্চ) ১১টার দিকে জামালপুর-সরিষাবাড়ি আঞ্চলিক মহাসড়কের কেন্দুয়া কালীবাড়ির জোকারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম মেষ্টা ইউনিয়নের কালি দহের পাড়া গ্রামের মো. জরুনের স্ত্রী।
স্থানীয়রা জানান, আঞ্চলিক সড়কটি দিয়ে অটোরিকশাযোগে কেন্দুয়া কালীবাড়ি এলাকার মেষ্টা থেকে জামালপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মর্জিনা বেগমের। এ ঘটনায় আহত হয় তার ছেলে মারুফ ও অটোরিকশা চালক আকাশ। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগমের মৃত্যু হয়ছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ