জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মতিন রহমানের উপর হামলা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নামাপাড়া এলাকায় তৌহিদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রধান আসামি মো. তৌহিদুজ্জামান তৌহিদ (৪২) নামাপাড়া এলাকার মৃত আবিরুজ্জামান আক্কাসের সন্তান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় সাহা বলেন- সাংবাদিক মতিন রহমানের উপর হামলার পর থেকেই পুলিশ মাঠে নামে। রাতে মামলা হওয়ার পর কম সময়ের মধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করি। আসামি তৌহিদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ১১ মার্চ রাতে সংবাদ সংগ্রহের সময় বকশীগঞ্জের নামাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক ভোরের দর্পনের সাংবাদিক মতিন রহমান। এই ঘটনায় রাতেই মতিন রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. তৌহিদুজ্জামান তৌহিদকে প্রধান ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ