নওগাঁর সাপাহারে জমির সমানের অংশ দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুই জন নারী আহত হয়েছেন। এ ঘটনায় আহসান হাবিব নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী নুরজামান সাপাহার থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার মধুইল মৌজাস্থ ৮ শতক জমি ওই গ্রামের জোহর আলীর ছেলে নুরজামান একই গ্রামের আ. গনি মিয়ার কাছে ক্রয় সূত্রে প্রাপ্ত হয়। উক্ত জমির সামনের অংশে দখলকে কেন্দ্র করে আ. গনি মিয়ার ছেলে আব্বাস আলীদের মনমালিন্য হয়ে আসছিলো। এরই জের ধরে গত ১০ মার্চ বিকেলে অভিযোগে উল্লেখিত বিবাদীরা উক্ত জমিতে টিনের বেড়া দিয়ে ঘিরতে থাকে। এসময় তাদের বাধা দিতে গেলে প্রতিপক্ষের আঘাতে মোসা. সেলিনা বিবি (৪০) সহ নুরজামানের স্ত্রীর কাঁধে ও মাথায় কেটে গিয়ে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নুরজামান বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দেয়। পরদিন সকালে মামলার দুই নম্বর বিবাদী আহসান হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ