চট্টগ্রামে নাশকতা ও ডাকাতি মামলায় ১৬ ও ১৪ বছর ধরে পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এরআগে, গত ১১ মার্চ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং এবং পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকার আবুল হোসেন প্রকাশ আবু দালালের ছেলে মনির হোসেন প্রকাশ মনু (৪০) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিয়াপুর এলাকার আবু তাহেরের ছেলে মো. দেলোয়ার (৪৬)।
(র্যাব)-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, জেলার লক্ষীপুর সদর থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ বছর ধরে পলাতক আসামি মনির হোসেন ও নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ বছর ধরে পলাতক আসামি মো. দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই গ্রেপ্তারি এড়াতে বিভিন্ন এলাকার একজন ১৬ বছর আরেকজন ১৪ বছর ধরে পলাতক ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ