সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে রমজানে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করায় তিন দোকান মালিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাহিরপুর উপজেলার বাজারের মেসার্স সীতেশ রঞ্জন রায় প্রতিষ্ঠানের শীতেস রঞ্জন রায়কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, তাম্বির স্টোর দ্রব্যমূল্যের লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা ও এক মোরগ ব্যবসায়ীকে ১ হাজার টাকা- মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়। বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরফিন।
তাহিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন- ভোক্তারা যাতে কোনোভাবেই প্রতারিত না হয়, তার জন্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে, তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ