ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভোলায় গাঁজাসহ ৩ পুলিশ গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৪, ১৬:২৪

ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবল।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়েছে। এরআগে সোমবার (১১ মার্চ) দুপুরে তাদেরকে আটক করা হয়।

সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বরিশাল থানা এলাকার রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত রহিম খান। তিনি ভোলা সদর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

অন্য দুই কনস্টেবল হলেন- পটুয়াখালী থানায় কর্মরত মো. ওয়াসিম ও আবু রাহাত। ওয়াসিম বরিশালের উজিরপুর থানা এলাকার গুটিয়া ইউনিয়নের পাথনিয়া কাঠি গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে এবং আবু রাহাত বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে।

সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ঘটনার একদিন পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত ৩ পুলিশের কাছে ডিবি পুলিশ ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মর্মে তিনি শুনেছেন। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ পুলিশের কোনো কর্মকর্তা নিশ্চিত করছেন না। যার কারণে মাদকের পরিমাণ নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার দুপুরে তাদেরকে আটক করার পর বিষয়টি কাউকেই জানানো হয়নি। পুলিশের লোক গাঁজাসহ আটক হয়েছে। এমন সংবাদ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সেজন্য তাদেরকে গ্রেপ্তার করার বিষয়টি পুলিশ প্রকাশ করতে চাচ্ছে না।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ