লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা ইউনিয়নের বারাজান এলাকায় ভ্যাটেশ্বর নদীতে প্রতিদিন হাজারো মানুষ নদী পারাপারে চরম ভোগান্তিতে পড়েছেন। নদীতে যখন পানি বেশি হয় তখন সাধারণ মানুষের ভোগান্তি আরও চরম আকার ধারণ করে।
প্রতিদিন অন্তত দুই হাজার মানুষকে এই নদী পাড়ি দিয়েই চলাচল করতে হয়। নদীর এই জায়গাটিতে একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তবুও সুফল পায়নি। স্বাধীনতার ৫৩ বছরেও আশার আলো দেখেনি এই অঞ্চলের লাখ লাখ মানুষ। তাই যুগের পর যুগ ধরে বাধ্য হয়েই বাঁশেরপুল দিয়ে মানুষদের নদী পারাপার হতে হচ্ছে।
স্থানিয়রা অভিযোগ করে বলেন, কেউ যদি রাতের বেলা অসুস্থ হয় তাহলে তাকে মেডিকেলে নেয়া সম্ভব হয় না।
চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, এই একটি সেতুর জন্য দুই গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। চলবলা ইউনিয়নের প্রায় লক্ষাদিক গ্রামের মানুষ এখন দুর্ভোগে দিন কাটাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এখানে একটি সেতু খুব জরুরি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ