ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, দেশে যত উন্নয়ন হয়েছে তার একমাত্র কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একজন এমপির পক্ষে কোনো উন্নয় করা সম্ভব নয়। আমরা শুধু বাহক হিসেবে আপনাদের উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আসি।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথা ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন, ইতোমধ্যে চরভদ্রাসনে ১৭টি বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫টি বিদ্যালয়ের টেন্ডার হয়েছে এবং কাজও শুরু হয়েছে। এই অর্থবছরে আমরা বাকি ভবনগুলোরও টেন্ডার শুরু করবো।
তিনি বলেন, ইতোমধ্যে এই উপজেলায় বাচ্চাদের খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। যার সকল কাগজপত্র তৈরীর পাশাপাশি জমিও বরাদ্দ হয়ে গেছে। এই অর্থ বছরে স্টেডিয়ামের কাজ শুরু হবে।
নিক্সন চৌধুরী আরও বলেন, চরভদ্রাসন বাসীর একটা প্রাণের দাবি ঢাকার সাথে যোগাযোগের জন্য গোপালপুর টু চরমইনুট ফেরি চালু হওয়া। ফেরি চাইলেই দশদিনের ভেতর আধুনিক মানের ফেরি আনা সম্ভব কিন্তু ফেরির আগে রাস্তা প্রশস্ত করণের কাজ করতে হবে। খুব শীঘ্রই ঘাট থেকে জেলখানার পাশ দিয়ে আঠারো ফিট বাইপাস রাস্তা করা হবে। যাতে করে চরভদ্রাসন বাজারটা রক্ষা পায়।
তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পর অনেক ফেরি বসে আছে। রাস্তা প্রশস্ত ও গাড়ি ওঠা-নামার সু-ব্যবস্থা করে দ্রুতই আপনাদের ফেরি চালু করা হবে।
অনুষ্ঠানের শুরুতে এমপি নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন নবাগত ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম।
উপজেলা প্রকেশৈলী মো. জালাল উদ্দিন খান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা, যুবলীগ সভাপতি মো. মাহফুজুর রহমান মোরাদ, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মোল্লা, মো. মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার ও রাসেল জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ