ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নালিতাবাড়ীতে হেরোইনসহ গ্রেপ্তার ২

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৪, ১৫:০৭

শেরপুরের নালিতাবাড়ীতে সাত (০৭) গ্রাম হেরোইনসহ মামুন মিয়া (৩৭) ও লিয়াকত আলী (৪৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন মিয়া নালিতাবাড়ী পৌর শহরের বাজার ছিটপাড়ার বাসিন্দা রুহুল আমীনের ছেলে এবং লিয়াকত আলী একই এলাকার আক্কাস আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মামুন ও লিয়াকতকে ০৭ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ