ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

৬০ টাকায় রোজার বাজার!

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৯:৫১

রমজানকে সামনে রেখে টাঙ্গাইলে মাত্র ৬০ টাকায় চাল, তেল, ডালসহ ৬টি নিত্যপণ্য ক্রয় করেছেন সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ।

সোমবার (১১ মার্চ) টাঙ্গাইল জেলা সদরের বস্তিতে শতাধিক পরিবারকে ৬০ টাকার বিনিময়ে ওই রোজার বাজার দেয় শিশুদের জন্য ফাউন্ডেশন।

নামমাত্র মূল্যে এসব পণ্য কিনতে পেরে যারপরনাই খুশি তারা। আয়োজকরা বলছেন, রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এমন পদক্ষেপ নিয়েছেন তারা।

জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে পবিত্র রমজান উপলক্ষে মাত্র ৬০ টাকায় পণ্য বিক্রির উদ্যোগ নেয় শিশুদের জন্য ফাউন্ডেশন। ১০ টাকা করে ৬টি পণ্য মোট ৬০ টাকায় নেওয়ার সুযোগ পায় একটি পরিবার। এরমধ্যে ছিলো এক কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি মুড়ি, আধা কেজি ছোলা, আধা কেজি পেঁয়াজ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৯০ টাকা। কিন্ত ক্রেতারা মাত্র ৬০ টাকা দিয়েই নিত্য প্রয়োজনীয় এই ৬টি পণ্য কিনতে পেরে যারপরনাই খুশি।

বস্তির বাসিন্দা সামিয়া আক্তার ও তাসলিমা খাতুন বলেন, বাজার থেকে বেশি দাম দিয়ে এতোগুলো পণ্য আমরা কিনতে পারতাম না। রমজান উপলক্ষে কম দামে পণ্য কিনতে পেরে আমরা খুশি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।

শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্য আহসান হাবিব বলেন, আমি ৪ বছর ধরে এ সংগঠনের সঙ্গে যুক্ত আছি। পড়ালেখার পাশাপাশি আমরা বেশ কয়েকজন এ কাজে নিয়োজিত। নিম্ন আয়ের মানুষের তৃপ্তি দেখে আমরাও খুশি।

এছাড়া এই রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি। রোজার মধ্যে এর দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এমন আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ১০ টাকায় ঈদ বাজারের আয়োজন করার পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে বলে জানান মুঈদ হাসান তড়িৎ।

ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠাতা মুঈদ হাসান আরও বলেন, সমাজের বিত্তবানরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসলে দারিদ্র এসব মানুষের খাবারের অভাব হবে না। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ