চট্টগ্রাম মহানগরের হালিশহরে নিজ বাসা থেকে জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বিকেলে নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জাহিদুল আলম মিন্টু নগরের ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। সোমবার (১১ মার্চ) তাকে দাফন করা হয়।
পুলিশের মতে, মসজিদ কমিটির টাকা ‘আত্মসাতে অনুশোচনা’ এবং ‘বিবেকের তাড়না’ থেকেই নাকি আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, জাহিদুল আলম মিন্টু এলাকার একটি মসজিদের কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় কমিটির ফান্ড থেকে প্রায় ৮ লাখ টাকা তছরুপ করার কারণে অনুশোচনায় ভুগতে থাকেন। পরে খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ করে দেন তিনি।
ওসি আরও বলেন, পরিবার থেকে জানানো হয়, টাকার জন্য কেউ কোনোপ্রকার চাপ দেয়নি। বিবেকের তাড়না থেকেই জাহিদুল মিন্টু আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, দুপুরে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে চলে যায়। বিকেলে কোনো সাড়াশব্দ না পেলে জাহিদুল আলমের ছোট ভাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে জাহিদুল আলম মিন্টুর নিথর দেহ।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ