ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

প্রথমবারের মতো অ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেমের ফায়ারিং

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৯:১৮

দেশে প্রথমবারের মতো ১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতাসম্পন্ন ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেমের ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে। এ গান সিস্টেম চার কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল ও আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সোমবার (১১ মার্চ) দুপুরে কক্সবাজারে অবস্থিত এডি ফায়ারিং রেঞ্জে এ ফায়ারিং অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে এটি পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় সোমবার প্রথমবারের মতো ১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতাসম্পন্ন ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেমের ফায়ারিং অনুষ্ঠিত হলো। যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এ গান সিস্টেম চার কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল ও আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এসময় সেনাপ্রধানের সঙ্গে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, সামরিক সচিব, চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ সেনাসদর এবং কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ