ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

‘বেশি লাভ করতে গিয়ে সরকারকে বেকায়দায় ফেলবেন না’

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৯:০৯

বেশি লাভ করতে গিয়ে সরকারকে বেকায়দায় ফেলবেন না, দেশের স্বার্থ আগে দেখবেন বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় মুন্সীগঞ্জের মুক্তারপুর রিভারভিউ ক্লোল্ড স্টোরেজ প্রাঙ্গণে জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মৌসুমে আলু উত্তোলন, সংরক্ষণ ও বিপণন বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরামর্শ প্রসঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষকরা পরিশ্রম করে আলু রোপণ করে। এবার প্রথম পর্যায়ে আলু রোপণে ব্যাপক ক্ষতি হয়েছে। পুনরায় বেশি দামে বীজ ক্রয় করে আলু রোপণে দাম বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক। তবে সেই দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়। কৃষক, ব্যবসায়ী, মালিকপক্ষ এবং প্রশাসন সকলের সহযোগিতায় দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো প্রকার সিন্ডিকেট কিংবা কালোবাজারি করে দাম বৃদ্ধির আর সুযোগ নেই। তবে জেলার কৃষকদের দাবি, এবারের আলু চাষে আমাদের যথেষ্ট লোকসান হয়েছে। প্রথম পর্যায়ে

আলু আমাদের লোকসান হয়েছে, দ্বিতীয় পর্যায়ে আলু বীজ কিনতে হয়েছে দ্বিগুণ দামে, তাছাড়া আড়ৎদার, সারের দাম ও ভাড়াসহ সব বিষয়ে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা কৃষকরা যেন সঠিক দামটা পাই এটাই আমাদের দাবি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বিপিএ সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. বাসেদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল কবির মাস্টার, পঞ্চসার ইউপি চেয়্যারম্যান গোলাম মোস্তফা, দেওয়ান কোল্ড স্টোরেজ লিমিটেডের পরিচালক মো. আরশ দেওয়ান।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বিএম মিজানুল হক, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ