কুমিল্লার নাঙ্গলকোটে বালুভর্তি ট্রাক চাপায় রবিন ভূঁইয়া (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার গোহারুয়া ব্যাপারি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
মৃত রবিন উপজেলার গোহারুয়া গ্রামের জামাল ভূঁইয়ার ছেলে ও মানিকমুড়ার একটি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির মান্দ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রবিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তাৎক্ষণিকভাবে ট্রাকচালক পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে এবং এঘটনায় মৃতের বাবা বাদি হয়ে ঘাতক ট্রাকচালকের নামে থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, মৃত্যুর বিষয় নিয়ে কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ