চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মনির আহমদ (৫৬) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালীর প্রধান সড়কস্থ পৌরসভার দারোগাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির আহমদ বাঁশখালীর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি নোয়াপাড়ার মৃত কবির আহমদের পুত্র। তিনি দীর্ঘ সময় ধরে বাঁশখালী স্পেশাল বাস সার্ভিসের হেলপার ছিলেন।
নিহতের ভাতিজা নুর মোহাম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার দারোগাবাজার এলাকায় প্রধান সড়কের পাশে স্পেশাল বাস সার্ভিসের বাসটি পার্কিং করে প্রধান সড়ক পার হতে যাচ্ছিলেন মনির আহমদ। এ সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। চমেকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, দুপুরে মৃত্যুর বিষয়টি শুনেছি। সিএনজিচালিত অটোরিকশা ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত মো. মনির আহমদ বাঁশখালীর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ