ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

দলীয় কর্মসূচিতে গিয়ে আর ফেরা হলো না স্বেচ্ছাসেবক নেতার

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৪:৩১ | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১৭:৫৪

লালমনিরহাটের সদরে ফেরদৌস আহমেদ (৪০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফেরদৌস সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তিনি সেই ইউনিয়নের আনন্দবাজার গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূতে জানা গেছে, ফেরদৌস রোববার (১০ মার্চ) সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকেলের পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর সোমবার সকাল ৭টার দিকে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

ওসি ওমর ফারুক জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/ এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ