নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- হোসনে আরা (৪৫), ইমরান (২২), রাব্বী (১৮)। তাদের মধ্যে ইমরান ও রাব্বী দুই ভাই। নিহতরা পন কুড়াইল গ্রামের বাসিন্দা।
উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের সচিব পরিতোষ কুমার বর্মণ বলেন, ‘সোমবার বেলা সাড়ে ১১টার পর তিনজন দিনমজুর অটোভ্যানে সিংড়ার শেরকোলে যাচ্ছিলেন। পথে জামতলি রাণীহাট আঞ্চলিক সড়কের দূর্গাপুর বাজারে জামতলিগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ