ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ০৯:৪৩

হরতাল অবরোধের নামে দেশের সম্পদ ধ্বংসের বিপক্ষে এবং জ্বালাও পোড়াও অপছন্দ, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিএনপির শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

রোববার (১০ মার্চ ) রাতে উপজেলায় রাজনৈতিক দল পরিবর্তনের এ ঘটনা ঘটেছে।

এ সময় তাদের বরণ করে নিয়েছেন- সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান আহমেদ।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল বিএনপি নেতাকর্মীরা এই অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দেন।

বিপ্লব বলেন, আমরা হরতাল অবরোধের নামে দেশের সম্পদ ধ্বংসের বিপক্ষে। এমন জ্বালাও পোড়াও আমরা পছন্দ করি না। এসবের প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শতাধিক বিএনপি নেতাকর্মী দলে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। তারা বিএনপির জ্বালাও পোড়াও আদেশ অমান্য করে আওয়ামী লীগের উন্নয়নের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে দলে যোগদান করেছেন। তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ