ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

অটোরিকশায় প্রাণ গেল কিশোরের

প্রকাশনার সময়: ১০ মার্চ ২০২৪, ২১:০১

লালমনিরহাটের কালমাটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শাহেদ আলী (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় শাহেদ বাড়ি থেকে রাস্তায় উঠছিলেন। এমন সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করে।

খুনিয়াগাছ ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোর শাহেদ রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে সময় তার বাবা আমজাদ হোসেন সাথে ছিলেন। অটোচালকের বাড়ি পাশাপাশি হওয়ায় বিষয়টি না বাড়িয়ে ইতোমধ্যে মিমাংশা করা হয়েছে।

এ ব্যাপারে খুনিয়াগাছ বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, আমি ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিয়ে বাকিটা জানা যাবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ