মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৯ কেজি গাঁজাসহ ইয়াছিন মন্ডল (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ইয়াছিন মন্ডল উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের মৃত শাহ জামাল মন্ডলেট ছেলে।
রোববার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এমজে সোহেল প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, ১৯ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। রোববার পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের করা হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ