ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ছেলেকে হত্যার দায়ে বাবা-মায়ের যাবজ্জীবন

প্রকাশনার সময়: ১০ মার্চ ২০২৪, ১৯:৩৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ছেলেকে হত্যার দায়ে মা ও বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে একই মামলার ২০১ ধারায় আরও ৫ বছরের সশ্রম করাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম করাদাণ্ড দেওয়া হয়।

রোববার (১০ মার্চ) দুপুর পোনে একটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভুইয়া রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, উপজেলার হোসেন্দি গ্রামের মো. লোকমান শিকদারের ছেলে শামিম শিকদার (৪০) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৮)। আসামি শামিম শিকদার গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চত করেন আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর আলী।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী (শেখেরবাড়ি) বাদীর বাড়ির পিছনে ডোবায় বাদীর ভাই মো. হাসান (২০) এর অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে। এ সময় বাদীসহ অন্যরা মরদেহ দেখে থানায় সংবাদ দিলে পুলিশ এসে উদ্ধার করেন।

এ ঘটনায় ছেলে মো. হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় ২০২১ সালের ৯ জানুয়ারি ভাই হত্যার মামলা করেন।

এরআগে, ২০২০ সালের ২০ ডিসেম্বর রাত ১০ টার দিকে বাদী মো. হোসেনসহ পরিবারের লোকজন রাতের খাবার শেষে বাবা-মা, ছোট বোন ঘরে ঘুমিয়ে পরলে ভাই হাসান একা পার্শ্ববর্তী তার বসত ঘরে ঘুমায়। একই রাত ৩টার সময়ে বাদীর ছোট বোন শিলা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে বাদীর ভাই হাসান তাকে ডাক দিয়ে বসত ঘরে নেয়। বাদীর ভাই তার বোনকে চেপে ধরলে বোন চিৎকার দেয়। বোনের চিৎকার শুনে বাদীর বাবা-মা তার ঘরে যায়। এ সময় বাদী ও তাদের পিছনে পিছনে যায় এবং ঘটনা দেখে ফেলে। পরে বাবা-মা, বোন মিলে বাদীর ভাইকে খাটের উপর ফেলে বাদীর বাবা বালিশ দিয়ে ছেলে হাসানের মুখ চেপে ধরে শ্বাসরোধ করে। এ সময় হাসানের মা পা চেপে ধরে। হাসানের বোন চাকু দিয়ে হাসানের পুরুষাঙ্গ কেটে ফেলে। এ সময় মৃত্যু নিশ্চিত করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে বাড়ির পিছনে ডোবায় কচুরীপানার নিচে লুকিয়ে রাখে।

এ ঘটনায় আসামিদের অপর ছেলে মো. হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় গেল ২০২১ সালের ৯ জানুয়ারি ভাই হত্যার মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরে আসামি শামিম শিকদার ঘটনা স্বীকার করে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এ ঘটনায় মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ