ফরিদপুরের সালথায় ৪৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১০ মার্চ) দুপুরে তাদেরকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৯ মার্চ) রাতে সালথার পুরুরা ভদ্রপাড়ার সোনার বটতলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হান্নান মিয়া।
আটকরা হলেন- সালথার পুরুরা মৃধাপাড়া এলাকার মৃত আব্দুল গণি মোল্যার ছেলে মামুন মোল্যা (৩০) ও পাশের পুরুরা ভদ্রপাড়া এলাকার মৃত অনিল সরকারের ছেলে টুটুল সরকার (৩৫)।
উপ-পরিদর্শক মোহাম্মদ হান্নান মিয়া বলেন, দুই মাদক কারবারির নামে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ