রামগঞ্জের পানিয়ালা বাজারে দারুস সালাম মার্কেটের সামনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
জানা যায়, রোববার (১০ মার্চ) রাত দেড়টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মেসার্স আব্দুল্লাহ ফার্নিসার, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ, আনা মিয়া ফার্নিসার হাউজ, ডিজাইন উড অ্যান্ড উইন্ডো হাউজের ফার্নিসারসহ মূল্যবান জিনিসপত্র অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টায় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা চিৎকার দিলে গ্রামবাসী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে আমার প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
আব্দুল্লাহ আনা মিয়া জানান, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের অফিসার মো. কামরুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের কর্মরত কর্মকর্তাদেরকে সহযোগিতা করেছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ