ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

প্রকাশনার সময়: ১০ মার্চ ২০২৪, ১৫:৫০

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম না মেনে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ২ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ মার্চ) বেলা ১১টায় সদর হাসপাতাল রোডে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় সদর হাসপাতাল রোডে অভিযান চালানো হয়। এ সময় আখিতারা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার পিয়াসকে ১০ হাজার টাকা এবং ডিজিটাল বাংলা এক্সরে নামের প্রতিষ্ঠানের অনুমোদন না থাকায় মালিক রেজাউল করিমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ