নড়াইলের লোহাগড়ায় গোয়ালঘরে মশার কয়েলের আগুন লেগে মো. ইসহাক সরদার নামে এক অটোভ্যান চালকের ছোট-বড় তিনটি ঘর, একটি গরু, চারটি ছাগল এবং ১৫-২০টি হাঁস-মুরগিসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
শনিবার (৯ মার্চ) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জয়পুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার শরিফ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোভ্যান চালক মো. ইসহাক সরদার জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচানোর জন্য প্রতিদিনের মতো গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখি। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে গরুর ডাক শুনে আমি বেরিয়ে আসি। দেখি আমার গোয়ালঘরে আগুন জ্বলছে। আমার চিৎকার ও মসজিদে মাইকিং করায় গ্রামের লোকজন ছুটে এসে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গোয়ালে থাকা একটি গরু, চারটি ছাগল, ১৫-২০টা হাঁস-মুরগি, ছোট-বড় তিনটি ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার শরিফ বিল্লাল হোসেন বলেন, অটোভ্যান চালক মো. ইসহাক সরদারের একটি গরু, চারটি ছাগল, পনের-বিশটা হাঁস-মুরগি ও ছোট-বড় তিনটা ঘর পুড়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ