ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ২২:০৪

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী কাওসার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর শহরের নেয়ামতপুর চামড়াগুদাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী কাওসারের সাথে ওই শিশুর দাদা-নাতির সম্পর্ক ছিল।

মজার ছলে ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই শিশু ঘর থেকে পালিয়ে বের হয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে কাওসার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ