ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

এমপি পত্নীকে হারিয়ে ত্রিশালের নতুন মেয়র যুবদল নেতা আমিন

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ১৯:১৮ | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১৯:৪৭

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে এমপি পত্নী শামীমা আক্তারকে হারিয়ে জয়ী হয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিন সরকার।

শনিবার (মার্চ) বিকেলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ। এদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।

উপনির্বাচনে আমিন সরকার নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ত্রিশালের বর্তমান সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।

অপর প্রার্থী সাবেক কাউন্সিলর নূরুল হুদা শিবলু পেয়েছেন ৮৯৭ ভোট। এই উপনির্বাচনে মোট পড়েছে ১৬ হাজার ৫২৫ ভোট। যা মোট ভোটের শতকরা ৫৬.৬৩ শতাংশ। ত্রিশাল পৌরসভা নির্বাচনে ইভিএম-এ ভোট অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। ইভিএম-এ ভোট হলেও এতে কোথাও কোনো বিড়ম্বনার সৃষ্টি হতে দেখা যায়নি। স্বতস্ফুর্তভাবে সবাই ভোটে অংশগ্রহণ করেছেন। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে।

কাজল, তুহিন, বাদল, আকলিমাসহ আরও একাধিক ভোটার নয়া শতাব্দীকে জানান, 'এবার ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখানে জাল ভোট হওয়ার কোনো আশঙ্কা ছিল না। চাপ দিতেই কম্পিউটারে সব কিছু বলে দিচ্ছে। সহজেই ভোট দিয়েছি।,

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ১৮০ জন।

উপজেলা রিটানিং কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, ‘এ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনি এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, স্টাইকিং ফোর্সসহ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ