ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কেন্দুয়ার উপ-নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলেন সঞ্জু

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ১৮:৩০

নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়েছেন মজিবুর রহমান আকন্দ (সঞ্জু)।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়ার্ডের এক হাজার ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১৮টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে টিউবওয়েল প্রতীকে মজিবুর রহমান আকন্দ (সঞ্জু) ৬১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির খান ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৩ ভোট। এছাড়া মাহাবুব আলম মোরগ প্রতীকে ৪১৫ ও আব্দুর রশিদ ফুটবল প্রতীকে ৩২৬ ভোট পেয়েছেন। সাতবারুকা হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল আলম।

প্রসঙ্গত, চলতি বছরে ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম বাবুলের মৃত্যুবরণ করায় পদটি শূন্য ছিল।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ