পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ওসিউজ্জমান ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. বশির উদ্দিনসহ অটোরিকশার পোলিং এজেন্ট নাহিদকে (২৭) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৯ মার্চ) ভোটের দিন বিকেল ৩টার দিকে এ দন্ড দেয়া হয়েছে।
সহকারী প্রিজাইডিং অফিসার বশির উদ্দিন চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করেছেন।
এছাড়া নির্বাচনের আগের দুদিন কয়েকটি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেফতারসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এই উপনির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রতিটি বুথে ৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ পুলিশ সদস্য ও পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৪৮ সদস্য নির্বাচনি মাঠে কাজ করছে।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ২শ’ ৯০। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭০ জন এবং নারী ভোটার ১২ হাজার ২শ’ ২০ জন।
ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক মিয়া, অটোরিকশা প্রতীকে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এনামুল হক অপু, আনারস প্রতীক নিয়ে লড়ছেন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, টেবিল ফ্যান প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন একই সংগঠনের সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন সুজন এবং চশমা প্রতীক নিয়ে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী লুতফা বেগম।
উল্লেখ, গত বছর আগস্ট মাসে কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে গেলে নির্বাচন কমিশন শনিবার (৯ মার্চ) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনের দিন ধার্য করেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ