সাতক্ষীরায় নিজ পিতামাতার ভরণপোষণ না দেওয়ায় উৎপল সাহা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে পাটকেলঘাটা থানার মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উৎপল সাহা ওই গ্রামের দিনবন্ধু সাহার ছেলে।
এর আগে শুক্রবার বিকেলে দিনবন্ধু সাহা তার ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পিতামাতার ভরণপোষণ না দেওয়াতে উৎপল সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ