টাঙ্গাইলের বাসাইলে কর্মস্থলে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য ইউনুস আলী টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোনাখোলা পুলিশ ফাঁড়িতে এসআই হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে ইউনুস আলী টাঙ্গাইল থেকে তার কর্মস্থল ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি উপজেলার গুল্লাহ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোড়াই থানা পুলিশের এসআই মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ