সিরাজগঞ্জের তাড়াশে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় তাড়াশ পৌর সদরের মাদরাসা পাড়ায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় কুকুরাতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তৌফিক হোসেন (৪) নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তাড়াশ মাদরাসা পাড়ার এতেশামের শিশু ছেলে তৌফিক হোসেন তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় একটি পাগলা কুকুর এসে আচমকা তাদের কামড়াতে থাকে। এতে ভয় পেয়ে শিশু দুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে, লোকজন এসে কুকুরটিকে তাড়া দেয়। এতে কুকুরটি উত্তর ওয়াবদা বাঁধ এলাকায় গিয়ে আরও তিনজনকে কামড়ে দেয়।
এরপর তাড়াশ হাসপাতাল গেট এলাকায় গিয়ে আরও তিনজনকে কামড় দিয়ে কুকুরটি চলে যায়।
কুকুরের কামড়ে আহতরা হলেন- আব্দুল বারী (৩০), আরাফাত হোসেন (৭), আকাশ হোসেন (১৪), সালেহা খাতুন (৪৫) এবং অজ্ঞাতনামা আরও ৩ জন।
স্থানীয়রা আহতের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন বলেন, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওই রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
নয়াশতাব্দী/এনএইচ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ