ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের দাদি

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ১৫:৩৫ | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১৫:৫৫

বয়সের ভারে হাঁটা-চলার সক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছেন ৯০ বছরের মঞ্জু রানী। বয়সের ভারে নুয়ে পড়লেও তা উপেক্ষা করে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন এই বৃদ্ধা। তাই নাতি পলাশকে বার বার বলেছিলেন, ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেবেন। ভোট দেওয়ার প্রতি দাদির আগ্রহ দেখে নাতি কোলে করেই কেন্দ্রে আনলেন দাদিকে।

শনিবার (৯ মার্চ) নাতির কোলে চড়ে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে পেরে খুশি বৃদ্ধা মঞ্জু রানী।

মঞ্জু রানী ময়মনসিংহ নগরীর ৯নং ওয়ার্ডের কালি বাড়ি রোড এলাকার বাসিন্দা। তিনি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন।

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নূরুল ইসলাম বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩২৬০। এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

মঞ্জু রানীর নাতি পলাশ কুন্ডু বলেন, সকাল থেকে ঠাকুরমা (দাদি) ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। অথচ তিনি হাঁটতেও পারেন না। কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ইচ্ছে পোষণ করেন। তাই ওনার ইচ্ছে পূরণ করতে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ