ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ২২:১৮

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে মো. সুজন মিয়া (৩০) নামে এক যুবক ও ফরিদা বেগম (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন ও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুজন মিয়া উপজেলার ওই ইউনিয়নের খানাবাড়ি এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে। অপরদিকে নিহত ফরিদা বেগম একই ইউনিয়নের বাঙালীনগর এলাকার বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিমের মেয়ে। তাদের গোপনে সম্পর্ক ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া রাতে তার নিজ দোকানে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে সুজন দোকানের সাটার খুলতে দেরি হওয়ায় তার স্বজনরা এসে দোকানের সাটার ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুজন সিলিংয়ের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন বলেন, দুইজন আত্মহত্যা করেছে। তাদের মধ্যে একজন বাঙালীনগর ও আরেকজন মির্জানগর এলাকার। একজন রাতে আত্মহত্যা করেছে এবং আরেকজন সকালে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এই আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ মোবাইলে বলেন, মির্জানগরে দুইজনের আত্মহত্যার খবর পেয়েছি। দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু থানায় কোনো অভিযোগ আসেনি বিষয়টি তদন্তে জানা যাবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ