ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রাত পোহালে কলসকাঠি ইউপির উপনির্বাচন

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ২২:১২

রাত পোহালেই বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বাকেরগঞ্জ নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্বাচন নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনি এলাকায় শুক্রবার থেকে শনিবার ২৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া অন্যান্য যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে নির্বাচনি এলাকায়।

এদিকে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিবি পুলিশ, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। তারা থাকবে ভোটের পরের দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন দুজন নিবার্হী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকেরগঞ্জ সাইফুর রহমান বলেন, সকাল ৮টার আগেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দুটি ভোটকেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছে যাবে, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার রাখতে আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী স্টাইকিং ফোর্স ও সাদা পোশাকে পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকবে। দুটি ভোটকেন্দ্রে দুজন ম্যাজিস্ট্রেট সবসময় দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর কলসকাঠি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুদ সিকদার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলে ইসি নির্বাচনি এলাকা শূন্য ঘোষণা করে ৯ মার্চ উপনির্বাচনের তারিখ ঘোষণা করে।

উপনির্বাচনের অংশগ্রহণ করে মাসুদ শিকদারের স্ত্রী সিমা আক্তার তালা প্রতীক নিয়ে লড়ছেন। মাসুদ হাওলাদার ফুটবল প্রতীক, মনির মীর মুরগি প্রতীক, সিকান্দার গাজী তালা প্রতীকের প্রার্থী সিমাকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

৯ নম্বর ওয়ার্ডটি দুটি গ্রামে বিভক্ত, তাই এখানে ভোটকেন্দ্র দুটি ক্ষুদ্র কাঠিগ্রাম ও নারঙ্গলগ্রাম। ক্ষুদ্র কাঠিতে ভোটার ৯৭৭ ও নারাঙ্গলের ভোটার ১৫২৪ জন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ