রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিকের হাত ধরে এক তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ওই তরুণী গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ওই তরুণীর সহপাঠীরা জানান, কুমিল্লার একটি ছেলের সাথে তার দীর্ঘদিন ধরে ফোনে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি তার পরিবারের মধ্যে জানাজানি হলে অভিভাবকরা রাগারাগি করেন। তারা এ সম্পর্ক মেনে নেবে না বলে জানায়। একপর্যায়ে গত ৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা জানতে পেরেছি সে তার প্রেমিকের সাথে কুমিল্লাতে রয়েছে। তবে এসএসসি পরীক্ষার মাঝে তার এভাবে চলে যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি। সে অন্তত বাকি পরীক্ষাগুলো শেষ করে যেতে পারতো। সেটা তার ভবিষ্যতের জন্য ভাল হতো।
গোয়ালন্দ উপজেলা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব মহসিন আলী জানান, ওই শিক্ষার্থী সর্বশেষ গত ৩ মার্চ অনুষ্ঠিত 'বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা' বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। এরপর হতে সে অনুপস্থিত রয়েছে। পরীক্ষার মাঝপথে তার এভাবে অনুপস্থিত হয়ে যাওয়া খুবই দুঃখজনক।
এ বিষয়ে কথা বলতে ওই তরুণীর বাবার ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনা সত্য হয়ে থাকলে তা যথেষ্ট উদ্বেগজনক।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ