ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ২১:১৬

‘নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ