ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গৌরীপুরে উপজেলা চেয়ারম্যানের বাসায় অগ্নিকাণ্ড

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ১৯:৩৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ২৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টার দিকে মোফাজ্জল হোসেন খানের বাসায় আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিলো না। আগুনে বাসার আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২৩ লাখ টাকা।

গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাদা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ